আঙুলের ছাপে সাজাপ্রাপ্ত আসামির পরিচয় পাওয়া গেল

অপরাধ
প্রতীকী ছবি

মাদক মামলায় দুই বছরের সাজা হয়েছিল বিল্লাল হোসেনের। সাজা থেকে বাঁচতে সাত বছর ধরে হিজড়া পরিচয়ে আত্মগোপনে ছিলেন তিনি। শেষমেষ শনিবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে বিল্লালের বর্তমান ঠিকানা সংগ্রহ করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে বিল্লাল হিজড়ার ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আঙুলের ছাপ মিলিয়ে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

আমিনুল ইসলাম বলেন, ২০১২ সালে শাহ আলী থানা এলাকায় মাদকসহ গ্রেপ্তার হন বিল্লাল। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে যান তিনি। আত্মগোপনে থাকা অবস্থায় ওই মামলায় তাঁর দুই বছরের সাজা হয়।