বসুন্ধরায় দুই শিশুর মৃত্যু: তেলাপোকা মারার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান-এমডি রিমান্ডে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বালাইনাশক (পেস্ট কন্ট্রোল) প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)–এর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
এর আগে ভাটারা থানা পুলিশ বালাইনাশক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আশরাফুজ্জামান ও এমডি ফরহাদুল আমীনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দুই আসামির তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
ডিএমপির ডিবি সূত্র প্রথম আলোকে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় ছায়া তদন্ত শুরু করে ডিবি। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানিটির চেয়ারম্যান ও এমডির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
একই ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মী টিটু মোল্লাকে গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মারা যাওয়া দুই শিশুর নাম শায়ান মোবারত (১৫) ও শাহির মোবারত (৯)। তাদের বাবা মোবারক হোসেন, মা শারমিন জাহান। এই দম্পতির অপর একটি সন্তান (মেয়ে) আছে।
চিকিৎসকের বরাতে পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, তেলাপোকা মারার কীটনাশকের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় বাবা মোবারক হোসেন গত সোমবার তিনজনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেন। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলাটি করা হয়।