হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার একান্ত সচিব মনোয়ার গ্রেপ্তার

মো. মনোয়ার হোসেনছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর একান্ত সচিব (পিএস) মো. মনোয়ার হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনসংশ্লিষ্ট একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পিএস ছিলেন।

আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মনোয়ার হোসেনকে আজ ভোর সাড়ে চারটার দিকে গ্রেপ্তার করা হয়।

আদাবর থানা সূত্রের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে আদাবরে মনির হোসেন হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন আসামি। মনির হোসেন গত বছরের ২১ সেপ্টেম্বর বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেছিলেন।

মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। আরও বলা হয়, তিনি গত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পিএস ছিলেন।