ডেমরা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর ডেমরা এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিল মিয়া (২৪) নামের ওই শিক্ষার্থী মানারাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ডেমরা থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, শাকিল মিয়া এক বছর আগে বিয়ে করেন। মুসলিমনগরে শাহিদ মিয়ার বাড়ির নিচতলায় তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তবে এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী রাঙামাটি চলে যান। দুপুরে বাড়িওয়ালার দেওয়া খবরের ভিত্তিতে শাকিলের লাশ উদ্ধার করা হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল শাকিলের লাশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মাজহারুল ইসলাম আরও বলেন, ওই বাসা থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেখানে একটি নোট পাওয়া গেছে। নোটটি শাকিল লিখেছেন কি না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।