মৌলভীবাজারে পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

ঘিরে রাখা বাড়ি থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে সিটিটিসি। আজ শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী পূর্ব টাট্রিউলি গ্রামে
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন আজ শনিবার সকালে এক খুদে বার্তায় এ তথ্য জানান।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামে জঙ্গি সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সিটিটিসি ও কুলাউড়া থানা পুলিশের একটি দল পূর্ব টাট্রিউলি গ্রামে টিলার ওপর থাকা একটি বাড়ি ঘিরে রাখে।

আরও পড়ুন

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক আজ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই বাড়িতে জঙ্গি রয়েছে-এ সন্দেহে ঘেরাও করে রাখা হয়েছে। এখনো অভিযান চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই এলাকায় সিটিটিসির সোয়াত টিম ‘অপারেশন হিল সাইড’ নামে অভিযান চালাচ্ছে।