ধানমন্ডি লেক থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহিন আলম (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাঁর পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্সে থাকা ঠিকানা দিয়ে পুলিশ পরিবারকে বিষয়টি জানায়।

পুলিশ জানায়, লাশ অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাত ছিল কি না, বোঝা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া প্রথম আলোকে বলেন, গত বুধবার মোহাম্মদপুরের কাটাসুর এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন শাহিন। আগেও একাধিকবার তিনি বাসা থেকে বের হয়ে দুই-তিন দিন পরে আবার ফিরে আসতেন। এ কারণে পরিবার তাঁকে নিয়ে উদ্বিগ্ন ছিল না।

ওসি বলেন, এ ঘটনায় নিহত শাহিনের বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা—সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিন প্রাইভেটকার চালক ছিলেন। তবে তিনি অনলাইন জুয়া ও মাদকাসক্ত ছিলেন।

শাহিনের বাবা সিরাজ পাটোয়ারী বলেন, বাইরে কাজের কথা বলে বুধবার রাতে শাহিন বাসা থেকে বের হয়। রাতে বাসায় না ফেরায় রাত ১১টার দিকে তাঁর মুঠোফোনে কল করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তিনি বলেন, ‘ভেবেছিলাম ছেলে তাঁর কোনো বন্ধুর বাসায় গিয়েছে, সে কারণে থানায় কোনো অভিযোগ করা হয়নি। সকাল ১০টার দিকে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ধানমন্ডি লেকে গিয়ে শাহিনের লাশ শনাক্ত করি।’

পারিবারিক সূত্র জানায়, শাহিনের আট মাস বয়সী একটি ছেলে রয়েছে। তাঁদের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে।