টিকিট কালোবাজারিতে জড়িত আরও একজন রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার

টিকিট কালোবাজারির অভিযোগে নুর আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশছবি: সংগৃহীত

টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রেলওয়ের আরও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। নুর আলম মিয়া (৩০) নামের ওই ব্যক্তি ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারী।

গতকাল সোমবার রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার একই অভিযোগে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, নুর আলম মিয়া প্রতিদিন কর্মস্থলে এসেই নিজের বুকিং আইডি দিয়ে সার্ভারে প্রবেশ করেন। তারপর বিভিন্ন তারিখের ও গন্তব্যের ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। দায়িত্ব শেষে কেটে রাখা টিকিটগুলো নিজের মানিব্যাগ ও শরীরে বিভিন্ন স্থানে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরে ওই টিকিটগুলো কালোবাজারি চক্রের কাছে সরবরাহ করতেন।

আনোয়ার হোসেন আরও বলেন, বিভিন্ন সময় টিকিট কেটেছেন, এমন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর নিজের কাছে সংরক্ষণ করতেন নুর আলম। সম্প্রতি র‍্যাবের হাতে গ্রেপ্তার টিকিট কালোবাজারি চক্রের কাছে এসব নম্বর বিক্রি করতেন তিনি।