প্রবর্তনায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার ২৪ ঘণ্টা হতে চলেছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হননি।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। জবাবে তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গতকাল রাত নয়টার দিকে ‘প্রবর্তনা’য় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রলবোমার বোতল উদ্ধার করেছে।