নীলক্ষেতের মসজিদে তাবলিগের দুই পক্ষের কর্মীদের মারামারি, নিহত ১

শামসুল হক
ছবি: সংগৃহীত

রাজধানীর নীলক্ষেতে তাবলিগ জামাতের দুই পক্ষের কর্মীদের মারামারিতে শামসুল হক (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে নীলক্ষেতের বাবুপুরা জিলানী মার্কেটের মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত শামসুল হক তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভির অনুসারী। হামলাকারীরা মাওলানা জুবায়েরের অনুসারী বলে জানিয়েছে নিহতের পরিবার। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি বলেছেন, এ ঘটনায় বুধবার রাত ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

শামসুল হকের বন্ধু গোলাম সাব্বির প্রথম আলোকে বলেন, বিকেলে তাবলিগ জামাতের সাদ গ্রুপের অনুসারীরা নীলক্ষেত বাবুপুরা জিলানী মার্কেটের পাঞ্জেগানা মসজিদে আসরের নামাজের পরে বয়ান করছিলেন। এ সময় জুবায়েরপন্থী এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। তিনি বয়ান বন্ধ করতে বলেন। একপর্যায়ে তাঁকে (সাব্বির) ও মসজিদের মুয়াজ্জিনকে মারধর করতে এগিয়ে যান তিনি। এ সময় শামসুল হক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে হামলাকারী ক্ষুব্ধ হয়ে শামসুল হকের বুকে কিল-ঘুষি মারেন। এ সময় শামসুল হক অচেতন হয়ে পড়েন।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি বলেন, শামসুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ভাই মোশাররফ হোসেন বলেন, তাঁর ভাই জিলানী মার্কেটে দোকান নিয়ে গৃহস্থালি সামগ্রী পরিষ্কারের জিনিসপত্র বিক্রি করতেন। মার্কেটের দ্বিতীয় তলায় তাঁর দোকান।

মোশাররফ হোসেন আরও বলেন, ভাইয়ের ওপর হামলার ঘটনায় মুসল্লিরা জুবায়েরপন্থী এক ব্যক্তিকে আটক করেছিলেন। কিন্তু একপর্যায়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।