ঢাকায় ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ৩৭ জন আটক
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ৩৭ জনকে আটক করেছে র্যাব। গত শনিবার রাতে শাহজাহানপুর, মতিঝিল, মুগদা ও তেজগাঁও থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও বিষাক্ত মলমের কৌটা উদ্ধার করা হয়। রোববার কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব-৩–এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা ঘোরাফেরা করে। সুযোগ বুঝে দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে এবং বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে তারা। বিষাক্ত পানীয় খেয়ে বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নেওয়ার পর যাত্রীরা অজ্ঞান হয়ে পড়লে সর্বস্ব কেড়ে নিয়ে যায় চক্রের সদস্যরা।
আরিফ মহিউদ্দিন বলেন, অজ্ঞান পার্টির চক্রের সদস্যরা কখনো ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম, মরিচের গুঁড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের সবকিছু নিয়ে নিত। অপর দিকে ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে অবস্থান করে পথচারী, রিকশা আরোহী ও যানজটে থাকা অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা টাকাপয়সা লুটে নিত।
র্যাব জানায়, এই চক্রের সদস্যরা রাজধানীর খিলগাঁও–মালিবাগ রেলগেট, পল্টন এলাকার দৈনিক বাংলা মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিলের কালভার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আবদুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত সুযোগ বুঝে ছিনতাই করে।