যৌথ বাহিনীর অভিযানে আট দিনে গ্রেপ্তার ৩৮৪
ঈদের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযান চলছে। ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত আট দিনে এই অভিযানে ৩৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র, বিস্ফোরক, মাদক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন।
অভিযানে ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৩ ধরনের গোলাবারুদ, ৩টি ককটেল বোমা, ৬টি কার্তুজ, বিভিন্ন মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, চোরাই মুঠোফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, শিল্পাঞ্চলগুলোতে মালিক-শ্রমিক দ্বন্দ্ব এড়াতে সেনা টহল দল সক্রিয় ভূমিকা রাখছে। বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতে স্থানীয়দের সঙ্গে সমঝোতার উদ্যোগও নিচ্ছে বাহিনীটি।
এ ছাড়া আসন্ন ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন অস্থায়ী পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট কালোবাজারি ঠেকাতে সড়কপথে বিশেষ টহল কার্যক্রম চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যান চলাচলও পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী।