প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে প্রতারণা
কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক, আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি—এসব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা অঞ্চলে কর্মরত। তিনি গত ১৬ জানুয়ারি ডেমরা থানার রানীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। তখন কামাল তাঁর মুঠোফোন নম্বরে ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবেন বলে হুমকি দেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার কামালকে কৌশলে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় ডেকে এনে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।