সবুজবাগে বাড়ির কক্ষে পাওয়া গেল নারীর মরদেহ
রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সানাম আক্তার (৩০)। আজ সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, সানাম আক্তারের বাড়ি মাগুরা সদর উপজেলায়। তিনি দরজির কাজ করতেন। দক্ষিণগাঁও শাহি মসজিদের পাশে একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, সানাম আক্তার বাসায় একাই থাকতেন। আজ দুপুরে তাঁর গৃহকর্মী কাজ করতে গিয়ে দেখেন, বাসার দরজা খোলা। ধাক্কা দিয়ে দেখতে পান, একটি কক্ষে সানাম আক্তারের গলাকাটা মরদেহ পড়ে আছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সানাম আক্তারের নিকটাত্মীয় কাউকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাঁর গ্রামের বাড়িতে মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতে তাঁকে হত্যা করা হয়েছে।