নীলক্ষেতে জিলানী মার্কেটে হামলা, আটক ৩
রাজধানীর নীলক্ষেত এলাকার জিলানী মার্কেটে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। পুলিশ বলছে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মহানগর পুলিশরে (ডিএমপি) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ প্রথম আলোকে বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। কী কারণে, কারা হামলা চালিয়েছে, তা জানার চেষ্টা চলছে।