পরিবহনে চাঁদাবাজির অভিযোগে যাত্রাবাড়ীতে আটক ১৫: র‌্যাব

পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিরাছবি: র‌্যাব–১০–এর সৌজন্যে

পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ১৫ ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে র‍্যাব-১০।

আজ রোববার র‍্যাব-১০-এর পক্ষ থেকে বলা হয়, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই ১৫ ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির সাত হাজার টাকা, একাধিক মুঠোফোন ও কাঠের লাঠি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফজলে রাব্বি (২৫), মো. রাজ (২৩), সাব্বির আহম্মেদ (১৯), মো. ফয়সাল (২১), সানোয়ার হোসেন ওরফে অন্তর (২৫), তাজুল ইসলাম ওরফে তাজ (১৯), মো. রাকিব (১৯), আরিফ আহম্মেদ (১৯), আশাবুদ্দিন (৩৩), মো. শাহিন (১৯), মো. শাওন (১৯), মেহেদী হাসান (১৯), মো. বেলাল (৪০), গোলাম রাব্বি ওরফে আসিফ (২০) ও জাহিদুল ইসলাম ওরফে সাব্বির (১৯)।

আজ র‍্যাব-১০-এর গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বলেন, আটক ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁরা আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরিসহ বিভিন্ন পরিবহনের পরিবহনের চালক ও চালকের সহকারীকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।

ব-১০-এর পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হবে।