৩৪ লাখ টাকা নিয়ে পালাচ্ছিল ডাকাত দল, ৮০ কিমি ধাওয়া করে আটক

ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা টাকা ও অস্ত্র
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের আরিচা হাটে গতকাল মঙ্গলবার বিকেলে গরু বিক্রি করেন ব্যবসায়ীরা। গরু বিক্রির সাড়ে ৩৪ লাখ টাকা নিয়ে ট্রলারে করে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলেন তাঁরা। দৌলতদিয়ায় ৬ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পর ২০ জনের একটি ডাকাত দলের অস্ত্রের মুখে টাকা কেড়ে নিয়ে স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করে। প্রায় ৮০ কিলোমিটার ধাওয়া করে নৌ পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নৌ পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক) শফিকুল ইসলাম। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় নৌ পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নৌ পুলিশের প্রধান বলেন, তিনটি ডাকাত দল একত্র হয়ে এই ডাকাতি করছিল। গ্রেপ্তার সাতজনের মধ্যে তাজুল ইসলাম (৩০) ও সিদ্দিকুর রহমান (৩০) আলাদা দুটি ডাকাত দলের নেতৃত্ব দেন। আরেকটি ডাকাত দলের নেতা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তাজুল ও সিদ্দিকুরের বিরুদ্ধে তিনটি করে ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তার ডাকাত দলের অন্য সদস্যরা হলেন মহসিন সরকার (৩০), শাহিন ব্যাপারী (৩৫), মো. মেহেদী (২৫), মো. সিহাব (২২) এবং এবাদুল ব্যাপারী (৪০)।

রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নৌ পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক) শফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

ডাকাত দলের সদস্যরা আগেও বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলাও আছে বলে জানান অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম। তিনি বলেন, জামিনে বের হয়ে তাঁরা আবারও ডাকাতিতে জড়িয়ে পড়েন। এমনকি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া ব্যক্তিও জামিনে বেরিয়ে আবার ডাকাতি করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ৯৯৯ ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে, দৌলতদিয়ায় ৬ নম্বর ফেরিঘাটে অস্ত্রের মুখে ২০ জনের একটি দল ডাকাতি করছে। খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল স্পিডবোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌ পুলিশও স্পিডবোট নিয়ে ডাকাতদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে তারা বিষয়টি নৌ পুলিশ সদর দপ্তরকে জানায়। পরে নৌ পুলিশের সদর দপ্তর থেকে এ তথ্য ফরিদপুর, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর অঞ্চলের বিভিন্ন নৌ থানা ও ফাঁড়িকে অবহিত করা হয়।

নৌ পুলিশের প্রধান শফিকুল ইসলাম জানান, দ্রুততম সময়ে ডাকাত দলকে গ্রেপ্তারে অন্তত ছয়টি নৌ পুলিশ ফাঁড়ি তৎপর হয়। একপর্যায়ে ডাকাত দল মুন্সিগঞ্জ সদরের বাঘাইকান্দি গ্রামের খালের পাড়ে স্পিডবোটটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌ পুলিশও তাদের পিছু ধাওয়া করে আড়াই ঘণ্টার পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সাত ডাকাতকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তাঁদের কাছ থেকে গরু ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতি করা ৩৪ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় স্পিডবোট তল্লাশি করে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।