রাজধানীতে নিজ বাসা থেকে ৭০ বছরের নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় নিজ বাসা থেকে মমতাজ বেগম (৭০) নামের এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) লাইজু আক্তার বলেন, মমতাজ বেগম গেন্ডারিয়া ডিস্টিলারি রোডের বাসায় থাকতেন। গতকাল রাতে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আজ রোববার ভোররাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান পাঁজরের নিচে পেটে দুই জায়গায় কুপিয়ে জখম করে। তা ছাড়া মাথাসহ শরীরের অন্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ছোট ভাই শেখ মোহাম্মদ আলী জানান, তাঁর ভাগনে ইমরান আহমেদ মবিলের ব্যবসা করেন। দোকান থেকে ফোন করে না পেয়ে ইমরান বাসায় এসে দেখেন, একটি কক্ষে তাঁর মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, মমতাজ ঢাকার গেন্ডারিয়া ১০/২ ডিস্টিলারি রোডের স্থায়ী বাসিন্দা। তাঁর স্বামীর নাম মাসুদ আহমেদ। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।