কারওয়ান বাজারে রেললাইনের পাশে পড়ে ছিল তরুণের ক্ষতবিক্ষত লাশ
ঢাকার কারওয়ান বাজার–সংলগ্ন রেললাইনের পাশ থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ রফিক (২০) নামের এক তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।
জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে ফোন পেয়ে পুলিশ রফিকের লাশটি উদ্ধার করে। পুলিশ বলেছে, তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে ফোন পেয়ে কারওয়ান বাজার রেললাইনের পূর্ব পাশ থেকে রফিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রফিকের সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার অফিস তারাটি এলাকায়।
পুলিশ কর্মকর্তা শামীমুর রহমান আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল দুপুরে কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁর সামনে তাঁকে ছুরিকাঘাত করেন সহযোগীরা। পরে তাঁর মরদেহটি কারওয়ান বাজার রেললাইনের পূর্ব পাশে ফেলে দেওয়া হয়। রফিক কারওয়ান বাজার এলাকায় ছিনতাই করতেন। চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। চুরি ও ছিনতাইয়ের টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে সহযোগীরা তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।