গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম ওরফে লিটন হত্যার প্রধান সমন্বয়কারী চন্দন কুমার রায়কে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঞ্জুরুল ইসলাম হত্যা মামলায় প্রায় তিন বছর আগে চন্দন কুমার রায়কে মৃত্যুদণ্ড দেন আদালত।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার ভোমরা থেকে মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে। চন্দনের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নিহত হন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেনমঞ্জুরুল ইসলাম। হত্যার ঘটনায় তাঁর বড় বোন ফাহমিদা কাকলী বুলবুল সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।
মঞ্জুরুল ইসলাম হত্যা মামলায় ২০১৯ সালের ২৮ নভেম্বরে কর্নেল (অবসরপ্রাপ্ত) আবদুল কাদের খানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। আবদুল কাদের মঞ্জুরুল ইসলামের আগে ওই আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরাও আবদুল কাদের খানের ঘনিষ্ঠ। তাঁরা হলেন আবদুল কাদের খানের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. শামসুজ্জোহা, গাড়িচালক আবদুল হান্নান, গৃহকর্মী মেহেদী হাসান, শাহীন মিয়া, আনোয়ারুল ইসলাম রানা ও চন্দন কুমার সরকার।