ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৭ জন
মাদকবিরোধী অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত চালানো অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির নিজস্ব অনলাইন পোর্টালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান চালিয়েছে। অভিযানে ১৩ হাজার ৪১টি ইয়াবা বড়ি, ৪০ কেজি ৩৫ গ্রাম গাঁজা ও ৮৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন থানা এলাকায় অভিযানটি পরিচালনা করা হয় বলেও জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা করা হয়েছে।