বাড্ডায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাদিয়া খাতুন (১৪) নামের ওই কিশোরী মারা যায়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া ও সাদিয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মা–বাবার সঙ্গে বাড্ডার বাসায় থাকত সাদিয়া। স্থানীয় এক যুবকের সঙ্গে সাদিয়ার প্রেম ছিল। ওই যুবক তাকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে বাসায় বিষপান করে সাদিয়া। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।