রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীতে এক দিনের মধ্যে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন রিনা আক্তার (২১), চন্দন মণ্ডল (৫৫) শরিফ আলম খান (৫২) ও অজ্ঞাতনামা এক পুরুষ। তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান প্রথম আলোকে বলেন, টেকেরহাট ওয়াজ উদ্দিন স্কুলের সামনের একটি ভাড়া বাসা থেকে শুক্রবার রাত আটটার দিকে রিনা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। রিনা আক্তারের বড় ভাই মোহাম্মদ সামাদ বলেন, তাঁর বোন বিষণ্নতায় ভুগছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া হাইকোর্ট মাজার গেটের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, ওই ব্যক্তি হাইকোর্টের মাজার এলাকায় ভিক্ষা করতেন।

এদিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসা থেকে শুক্রবার বিকেলে শরিফ আলম খান নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি জামালপুরে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে যাত্রাবাড়ী থানার এসআই আসাদুজ্জামান।

অপর দিকে কদমতলীর একটি বাসা থেকে চন্দন মণ্ডল নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চন্দনের ছেলে সঞ্জয় মণ্ডল বলেন, আজ দুপুরে তাঁর বাবা বাসায় একা ছিলেন। এ সময় কীটনাশক পান করলে তিনি মারা যান।