রাজধানীতে ৪৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার
রাজধানীর আদাবরে লোকসংগীতশিল্পী বাবলী সরকারের বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার আদাবর থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩২ ভরি স্বর্ণ ও ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে বাবলী সরকারের বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ চুরি হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে গতকাল দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। তাদের একজন বাবলী সরকারের আত্মীয়।
দুই ছিনতাইকারী গ্রেপ্তার
এদিকে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে গতকাল দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সিদ্দিকুর রহমান (৩৫) ও মনির হোসেন (৪০)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে শুক্রবার বিকেলে গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও প্লাস্টিকের বাঁটযুক্ত একটি চাকু উদ্ধার করা হয়েছে। আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা গাবতলী থেকে বেড়িবাঁধ বড়বাজার রোড এলাকায় ছিনতাই করেন।