মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে ডাকাতি করেন তাঁরা

মহাসড়কের নির্জন স্থানকে বেছে নিয়ে ডাকাতি করেন তাঁরা।ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন মহাসড়কের নির্জন স্থানকে বেছে নেন তাঁরা। এরপর ডিবি পুলিশ সেজে হাতে ওয়াকিটকি ও লেজার লাইট নিয়ে সেসব স্থানে ‘তল্লাশিচৌকি’ বসান। সেসব স্থান দিয়ে যাওয়া গরু, রড, ডিম ও মুরগিবোঝাই ট্রাক থামিয়ে করেন ডাকাতি।

সম্প্রতি পণ্যবাহী ট্রাক ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, ঢাকা–টাঙ্গাইল, ঢাকা–চট্টগ্রাম, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদী এলাকায় মহাসড়কে ডাকাতি করেন এই চক্রের সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান শেখ ওরফে কালু (৪০), মেহেদী শেখ হীরা (৩৩), জমির খান (৩৬), মো. আসলামুল হক আসলাম (৩৭), জহিরুল ইসলাম চৌকিদার (৫০), বাদল মুন্সী (৪৫) ও সাগর ইসলাম (২৪)। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে ডিবি জানিয়েছে।

ডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডাকাত চক্রের সদস্যরা নানা কৌশল ব্যবহার করেন। নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য তাঁরা পকেট রাউটার ব্যবহার করেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধরতে না পারেন।