টাঙ্গাইলে স্কুলছাত্র শিহাব হত্যা মামলায় ৪ শিক্ষক রিমান্ডে

স্কুলছাত্র শিহাব মিয়া
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শিহাব মিয়া হত্যা মামলায় অভিযুক্ত চার শিক্ষককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে টাঙ্গাইল আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ওই চার শিক্ষক হলেন বিপ্লব চন্দ্র সরকার (৩০), আসলাম হোসেন ওরফে আশরাফ (৩০), মো. মাসুদ রানা (৪০) ও বিজন কুমার সাহা (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক তানবীর আহমদ।

পরিদর্শক তানবীর আহমদ প্রথম আলোকে বলেন, সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরিফ ফয়সাল আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১০ আগস্ট ওই চার শিক্ষক টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাসুদ পারভেজের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলাটির তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২০ জুন শহরের সুপারিবাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসের সাততলার শৌচাগার থেকে শিহাবের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রথমে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। ময়নাতদন্তের পর শিহাবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন চিকিৎসকেরা। ২৭ জুন নিহত শিহাবের মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ছয়জন শিক্ষককে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর আবু বক্কর নামের এক শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কারাগারে আছেন। পরে ১০ আগস্ট ওই চার শিক্ষক আদালতে আত্মসমর্পণ করেন।