স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী আটক

প্রতীকী ছবি

চট্টগ্রামে স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের পাঁচলাইশ থানার নাজিরপাড়া নিজাম কলোনিতে এ ঘটনা ঘটে। আবদুল মান্নানের (৪৫) মৃত্যুর পর তাঁর স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল মান্নানকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেছেন খাদিজা বেগম।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গত রাতে কলহের সৃষ্টি হয়। এ নিয়ে দুজনের মধ্যে ‘হাতাহাতির’ একপর্যায়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে খাদিজাকে আটক করে। ময়নাতদন্তের জন্য আবদুল মান্নানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।