চীনের দুই নাগরিকের কাছ থেকে ৫ কোটি টাকার সোনা জব্দ
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আজ বৃহস্পতিবার ৪৬টি সোনার বারসহ চীনের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
জব্দ করা সোনার বারগুলোর ওজন সোয়া ৫ কেজি এবং এর দাম আনুমানিক ৫ কোটি টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিউ ঝনজিলাং ও চেনজেং।
আজ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল পৌনে সাতটার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে, হজরত শাহজালাল বিমানবন্দরে দুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সোনার চোরাচালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীরা হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্কতামূলক অবস্থান নেন। উড়োজাহাজটি অবতরণের পর শুল্ক গোয়েন্দারা সোনার চোরাচালানের সন্দেহভাজন চীনা নাগরিক লিউ ঝনজিলাং ও চেনজেংকে শনাক্ত করেন। তাঁদের কাঁধে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। এ সময় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চার্জার লাইটগুলো খোলা হয়। চার্জার লাইটের ব্যাটারির মধ্যে থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক সাবরিনা আমিন বলেন, আটক চীনা নাগরিকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সোনা চোরাচালান আইনে মামলা করা হয়েছে এবং জব্দ করা সোনার বারগুলো শুল্ক গুদামে রাখা হয়েছে।