চুরি করতে গিয়ে নারী আইনজীবীকে হত্যা, আমৃত্যু কারাদণ্ড দুই নিরাপত্তাকর্মীর

আইনজীবী রওশন আক্তার হত্যায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দুই আসামি
ছবি: প্রথম আলো

ঢাকার মিরপুরে ১১ বছর আগে আইনজীবী রওশন আক্তার হত্যায় করা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২–এর বিচারক এম আলী আহমদ এ রায় দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ শামসুল হক।

দণ্ড পাওয়া দুই আসামি হলেন সোলাইমান রবিন ও রাসেল জমাদ্দার। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আইনজীবী রওশন আক্তার
ছবি: সংগৃহীত

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাদিয়া আফরিন প্রথম আলোকে বলেন, আমৃত্যু কারাদণ্ড পাওয়া দুজন নিরাপত্তাকর্মী ছিলেন। হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁরা পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যে ওই বাসায় ঢোকেন। চুরিতে বাধা দেওয়ায় রওশন আক্তারকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তাঁরা।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আক্তারকে মিরপুরের বাসায় শ্বাসরোধে হত্যা করা হয়। তাঁর বাসার আলমারি থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় আইনজীবী মাহাবুব-ই সাত্তার বাদী হয়ে অজ্ঞাত দুজনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় খুনের মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ১৮ জুলাই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষ ১৫ সাক্ষীকে আদালতে হাজির করে।