ব্যাংক কর্মকর্তা পরিচয়ে মাস্টার–ভিসা কার্ড জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে মাস্টার ও ভিসা কার্ডধারীদের ফোন করে তথ্য নিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত শুক্র ও শনিবার ঢাকার সাভার ও ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল মীর, মো. নাজমুল হোসেন, পারুল ও মো. তারা মিয়া।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে কেনাকাটার বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। এসব কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। এ সুযোগ কাজে লাগিয়ে কার্ড ব্যবহারকারীদের তথ্য নেন ওই চক্রের সদস্যরা।

পরে ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তা পরিচয়ে কৌশলে গ্রাহকের কাছ থেকে কার্ডের গোপন নম্বর জেনে টাকা সরিয়ে নেন তাঁরা।  

ডিবি সূত্র জানিয়েছে, ঢাকা থেকে বিভিন্ন কার্ডধারীর মোবাইল নম্বর সংগ্রহ করে গ্রেপ্তার নাজমুল ও সোহেলকে পাঠান শারফিন নামের একজন। সোহেল মীর ও নাজমুল বিভিন্ন ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তা সেজে ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারকারীদের নম্বরে ফোন দিয়ে তথ্য সংগ্রহ করেন। বিকাশ অ্যাপে ঢুকে কার্ড থেকে বিকাশে পাঠানোর পর সেই টাকা আত্মসাৎ করতেন।

কোনো ভুক্তভোগী সন্দেহ প্রকাশ করলে প্রতারক সোহেল মীর চক্রের আরেক সদস্য সারফিন ও নাজমুলকে ব্যাংকের ব্যবস্থাপক পরিচয় করিয়ে দিয়ে কথা বলান। গ্রেপ্তার চক্রের সদস্যদের বিরুদ্ধে গুলশান, বনানী ও হাতিরঝিল থানায় একাধিক মামলা রয়েছে।