ক্রিকেটার স্বর্ণার আইফোন ও ডলার চুরি, আসামি আরেক ক্রিকেটারের স্বামী

স্বর্ণা আক্তারফাইল ছবি: আইসিসি

জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য স্বর্ণা আক্তারের দুটি আইফোন ও সাড়ে তিন হাজার ডলার চুরির অভিযোগে গতকাল সোমবার ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। অভিযোগটি আনা হয়েছে আরেক ক্রিকেটারের স্বামীর বিরুদ্ধে। মামলায় বলা হয়, গতকাল সকালে চুরির ঘটনাটি ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী প্রথম আলোকে বলেন, পূর্ব রাজাবাজারের একটি ফ্ল্যাটে চারজন নারী ক্রিকেটার থাকেন। তাঁদের প্রত্যেকেই আলাদা কক্ষে থাকেন। মামলায় যে নারী ক্রিকেটারের স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই ব্যক্তি গতকাল সকালে বাসায় এসেছিলেন। এই দম্পতির বিয়ে হয়েছে ১৫ দিন আগে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি আহাদ আলী জানান, গতকাল সকালে সদ্য বিয়ে করা নারী ক্রিকেটারের স্বামীকে বাসায় রেখে তাঁরা তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান। কিছুক্ষণ পর ওই ব্যক্তি মাঠে এসে স্বর্ণার সঙ্গে কথা বলেন। ছবি তোলার কথা বলে স্বর্ণার মুঠোফোন কোথায় জানতে চান। ব্যাগে মুঠোফোন আছে জানালে ওই ব্যক্তি মোবাইল বের করে নিজের কয়েকটি ছবি তুলে চলে যান। অনুশীলন শেষে স্বর্ণা ব্যাগ খুলে দেখেন তাঁর আইফোন ১৩ প্রো (যার মূল্য প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা) ও মিনি আইফোন ১৩ মিনি (যার মূল্য প্রায় ৮১ হাজার টাকা) নেই। পরে তাঁরা দ্রুত বাসায় এসে দেখেন ফ্ল্যাটে তালা ঝুলছে। দারোয়ানকে ডেকে দরজা খুলে দেখেন ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় আছে।

এজাহারে স্বর্ণা আরও অভিযোগ করেন, বাসা থেকে তাঁর সাড়ে তিন হাজার ডলার এবং আরও দুই নারী ক্রিকেটারের সাড়ে ছয় হাজার টাকা, জন্মসনদ, ব্যাংকের চেক বই এবং ব্যাংকিং কার্ড খোয়া গেছে। খোয়া যাওয়া মালামালের মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা বলেও উল্লেখ করা হয়।