ইয়াবার মামলায় বাসচালক, সুপারভাইজার, সহকারীসহ ৪ জনের কারাদণ্ড

প্রতীকী ছবি

ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বাসচালক, সহকারী, সুপারভাইজারসহ চারজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন।

বিচারক রায়ের আদেশে বাসচালক কাজী শিশির আহমেদ ও সুপারভাইজার সোহেল খানকে ১৫ বছর করে কারাদণ্ড দেন। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া চালকের সহকারী মো. বোরহান ও তাঁর সহযোগী মো. রুবেলকে ১০ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত চার আসামির উপস্থিতিতে আদালত রায় দেন। পরে তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৮ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে পরের বছরের ৭ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেওয়া হয় আদালতে। এর মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০২০ সালের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১২ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।