ওয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত
রাজধানীর ওয়ারী এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মাইক্রোবাসটি আটক করলেও পালিয়ে গেছেন চালক।
নিহত নারীর স্বামী মো. স্বপন মিয়া বলেন, টিকাটুলী এলাকায় একটি মুদিদোকান আছে তাঁদের। মরিয়ম ওই দোকানে গিয়েছিলেন। দোকান থেকে বাজারে যাওয়ার সময় রাজধানী সুপারমার্কেটের সামনে একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, মরিয়মের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। তিনি ওয়ারীতে পরিবারের সঙ্গে থাকতেন।