ভুয়া র‍্যাব কর্মকর্তা গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আমান উল্লাহ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, এক নারীর সঙ্গে র‍্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার বিষয়টি জানার পর র‍্যাব প্রতারক আমান উল্লাহকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে এ ঘটনার আগে চান্দগাঁও থানায় মানব পাচার আইনের আরেকটি মামলা রয়েছে।

নুরুল আবছার বলেন, প্রতারণার শিকার ভুক্তভোগী নারী তালাকপ্রাপ্ত। তাঁর ছয় বছরের একটি সন্তান রয়েছে। স্বামীর শারীরিক নির্যাতনের অভিযোগে ওই নারী চট্টগ্রাম আদালতে মামলা করেন। গত ১২ সেপ্টেম্বর ওই নারী তাঁর মামলার খোঁজ নিতে আদালতে আসেন। তখন আমান উল্লাহ নিজেকে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেন। আসামি আমান ওই নারীর স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যবস্থা করে গ্রেপ্তার করানোর কথা বলেন। এ জন্য এক লাখ টাকা দাবি করেন। তাঁর কথায় বিশ্বাস করে ওই নারী ৩৭ হাজার ৫০০ টাকা দেন। এরপর তাঁর সাবেক স্বামীকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ওই প্রতারক আরও ২০ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগী বিষয়টি র‍্যাব–৭ চট্টগ্রাম কার্যালয়ে লিখিতভাবে জানান। ওই নারীর করা মামলায় আমানকে গ্রেপ্তার করা হয়।