শ্রমিকনেতা বাবুলকে ‘নিখোঁজ’ বলছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, ফিরিয়ে দেওয়ার দাবি
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ‘নিখোঁজ’ রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। তাঁকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাবুল হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোন বন্ধ।
বিবৃতিতে তাসলিমা আখতার বলেন, ‘আটক করে, গুম করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র শ্রমিকদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চাইছে।’ তিনি অবিলম্বে বাবুল হোসেনকে ফিরিয়ে দেওয়াসহ শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বাবুল হোসেন পোশাকশ্রমিকদের ২৫ হাজার টাকার ন্যূনতম মজুরি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিকের পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা করতে গতকাল গাজীপুরের কোনাবাড়িতে যান বাবুল হোসেন। সর্বশেষ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে বলেন, তিনি একটি বাসে উঠেছেন। এরপর থেকে তাঁর পরিবার বা সংগঠনের কারও সঙ্গে আর যোগাযোগ হয়নি। তাঁর মুঠোফোন বন্ধ।
বাবুল হোসেনের পরিবার আশুলিয়ার ভাদাইল গ্রামে থাকে।