নারী পুলিশ সদস্যকে ধর্ষণের ভিডিও ধারণ, গ্রেপ্তার কনস্টেবল বরখাস্ত
চট্টগ্রামে পুলিশের এক নারী সদস্যকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও চিত্র ধারণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্যের নাম রুবেল মিয়া (৩৬)। তিনি চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
রুবেল মিয়াকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ কনস্টেবল রুবেল মিয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী কনস্টেবল গত শুক্রবার নগরের চান্দগাঁও থানায় রুবেলের বিরুদ্ধে মামলা করেন। এরপর গতকাল শনিবার সন্ধ্যায় রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ১৪ জানুয়ারি বিকেলে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাটে একটি আবাসিক হোটেলে কৌশলে নিয়ে রুবেল মিয়া ভুক্তভোগী ওই নারী কনস্টেবলকে ধর্ষণ করেন। মুঠোফোনে সেই দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করেন। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণা করেন নারী কনস্টেবলের সঙ্গে। এমন পরিস্থিতিতে নারী কনস্টেবল মামলা করেন। ওই নারী কনস্টেবল পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত।