কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে আচারওয়ালা ঘাট এলাকায় ছুরিকাঘাতে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই রিকশাচালকের নাম মোহাম্মদ শহীদ হাওলাদার (৫০)। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। আচারওয়ালা ঘাট এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।

শহীদকে হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ব্যক্তির নাম আলমগীর। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি মোস্তফা আনোয়ার বলেন, শহীদ মাদকাসক্ত ছিলেন। আলমগীরও মাদকাসক্ত।

তাঁরা দুজন মাদক নিতেন। আলমগীরকে মাদক আনতে টাকা দিয়েছিলেন শহীদ। কিন্তু আলমগীর ফিরে এসে শহীদকে বলেন, তিনি মাদক পাননি। আলমগীরের কথা বিশ্বাস না করে তাঁকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দেন শহীদ। এতে ক্ষুব্ধ হয়ে শহীদকে ছুরিকাঘাত করেন আলমগীর।

পরে রক্তাক্ত অবস্থায় শহীদকে আজ বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শহীদের ভাই মো. মামুন হাওলাদার প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। কী কারণে, কে বা কারা তাঁর ভাইকে ছুরিকাঘাত করেছেন, সে ব্যাপারে তিনি কিছু জানতে পারেননি।

ওসি মোস্তফা আনোয়ার বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।