ইয়াবার মামলায় দুজনের যাবজ্জীবন

আদালতপ্রতীকী ছবি

চট্টগ্রামে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন মো. ইসমাইল ও মো. রিদুয়ান। আজ বৃহস্পতিবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুর আলম ভুঁঞা এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় দুই আসামি হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৩ ডিসেম্বর নগরের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় দুজনের কাছ থেকে ১ লাখ ৩৭ হাজার ৫৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় র‍্যাবের করা মামলার তদন্ত শেষে পরের বছরের ৩১ জানুয়ারি আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় আদালতে। ২০২২ সালের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।