মালিবাগে ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
রাজধানীর মালিবাগে হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ ঘটনায় গতকাল শনিবার রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী হাফিজুর প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ব্যবসায়িক কাজ শেষে রাত তিনটার দিকে পটুয়াখালী থেকে ঢাকার মালিবাগে আসেন। বাসার কাছে এলে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্য মোটরসাইকেলে এসে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যান।
জানতে চাইলে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, চাপাতি দিয়ে কুপিয়ে ব্যবসায়ী হাফিজুরের ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভুক্তভোগী হাফিজুর বলেন, ‘আমি যখন মালিবাগ রেললাইন ধরে বাসার কাছে এসে পৌঁছাই, তখন ওই তিন ছিনতাইকারী তাঁকে উদ্দেশ করে বলেন, “একে ধর…।” এরপর এলোপাতাড়ি আমাকে কোপাতে থাকে। আমার ডান হাতে চাপাতির চারটি কোপ লাগে। পরে আমার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল পাঁচ হাজার টাকা।’