চট্টগ্রামে ২৩ বছর আগে কিশোর হত্যার মামলায় একজনের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

১৯৯৯ সালের ২ এপ্রিল চট্টগ্রামের আসাদগঞ্জ এলাকায় মোহাম্মদ আলী (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। ওই মামলায় আবদুস শুক্কুর নামের এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী হত্যায় শুক্কুরকে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া এ মামলায় অপর আসামি হাবিবুর রহমান খালাস পেয়েছেন।

আদালত সূত্র জানায়, মোহাম্মদ আলীকে জিমের সরঞ্জাম দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে ২০০০ সালের ১১ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০২ সালের ২২ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ১২ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিলেন।