নেত্রকোনা জেলা যুবলীগ সভাপতি হত্যা মামলার আসামি মোর্শেদ ঢাকায় গ্রেপ্তার

মোর্শেদ হাবিব ভূঁইয়া
ছবি: সংগৃহীত

হত্যা, মাদক, অস্ত্রসহ ১২ মামলার আসামি নেত্রকোনার মোর্শেদ হাবিব ভূঁইয়াকে (৪৫) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার মিরপুরের পাইকপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আজ শনিবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেছে মিরপুর থানার পুলিশ। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি মহসীন বলেন, মোর্শেদ হাবিব নেত্রকোনা জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়ার বউবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।