শাহ আমানত বিমানবন্দরে এক দিনের মাথায় আবারও সোনা জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনের ব্যবধানে আবারও যাত্রীর ব্যাগ থেকে সোনা জব্দ করেছেন কর্মকর্তারা। আজ সোমবার সকালে দুবাই থেকে আসা এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৭৩৬ গ্রাম সোনা জব্দ করা হয়।

বিমানবন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা জব্দ করা সোনা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

কর্মকর্তারা বলেন, এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ দেখে তাঁদের সন্দেহ হয়। সন্দেহ থেকে ব্যাগটি খুলে দরজার কবজা দেখতে পান তাঁরা। কবজার ভেতরে সোনাগুলো রাখা ছিল। জব্দ করা সোনার দাম আনুমানিক ৬৩ লাখ টাকা।

আরও পড়ুন

এর আগে গতকাল রোববার একইভাবে এক যাত্রীর ব্যাগ থেকে ৯৩৬ গ্রাম ওজনের সোনা জব্দ করেছিলেন কর্মকর্তারা। এ নিয়ে ২ দিনে ১ কেজি ৬৭২ গ্রাম সোনা জব্দ করা হলো।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে সোনার বার আনার সীমা কমানো হয়েছে। ভরিপ্রতি করভার বাড়ানো হয়েছে দ্বিগুণ। আগের বিধিমালা অনুযায়ী, একজন যাত্রীর বিদেশ থেকে ফেরার সময় ২৩৪ গ্রাম ওজনের ২টি সোনার বার বা স্বর্ণপিণ্ড শুল্ককর দিয়ে আনার সুযোগ ছিল। এ জন্য প্রতি ভরিতে দুই হাজার টাকা শুল্ককর দিতে হতো।

তবে নতুন বিধিমালায় সোনা আনার সীমা কমিয়ে দেওয়া হয়েছে। এখন একজন যাত্রী সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের ১টি সোনার বার আনার সুযোগ পাবেন। এ জন্য ভরিপ্রতি আগের দুই হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা শুল্ককর দিতে হবে। তবে আগের মতো বিনা শুল্কে ১০০ গ্রাম ওজনের সোনার গয়না আনতে পারার বিধান বহাল রয়েছে।