রাজধানীর হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য গুলিবিদ্ধ

গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

রাজধানীর হাতিরঝিলে আরিফ সিকদার (৩৫) নামের ওয়ার্ড যুবদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে হাতিরঝিলের মোড়ল গলির মুখে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ আরিফ স্থানীয় একটি ওয়ার্ডের যুবদলের সদস্য বলে জানা গেছে। তাঁকে কী কারণে কারা গুলি করেছে, সেটা তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে।

আহত আরিফের ছোট বোন লাবনী আক্তার বলেন, তাঁর ভাই পেশায় গ্রিলের কাজ করেন। সন্ধ্যায় বাসা থেকে মগবাজার এলাকায় বের হয়েছিলেন। সেখানে তাঁদের মামাদের বাসা। মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করেন। রাতে খবর পাই, তাঁকে মগবাজার আমবাগান এলাকা থেকে চার থেকে পাঁচ যুবক কথা–কাটাকাটির এক পর্যায়ে গুলি ও ছুরিকাঘাতে আহত করেছে। পরে হাতিরঝিল থানা–পুলিশ তাঁকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে লাবনী আক্তার আরও বলেন, গুলিতে তাঁর ভাই আহত হয়েছেন। তবে তাঁর কপালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখনো জ্ঞান ফেরেনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবকের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তাঁর বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।