রামুতে ১৪ হাজার ইয়াবা ও কারসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ছবি: বিজিবির সৌজন্যে

কক্সবাজারের রামু থানার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ইয়াছিন। আজ বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের কাছে গতকাল বুধবার সন্ধ্যায় গোপনে তথ্য আসে, টেকনাফ থেকে কক্সবাজার লিংকরোডগামী একটি প্রাইভেট কারযোগে ইয়াবা পাচার হবে। ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। একপর্যায়ে ওই চেকপোস্ট অতিক্রম করার সময় সেটি তল্লাশির জন্য থামানো হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে প্রথমে কারের চালক ইয়াছিন ইয়াবা পাচারে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন। পরে প্রাইভেট কারের চেচিসের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনে কারটি জব্দ করা হয়েছে।

লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, জব্দ করা ইয়াবার দাম ৫০ লাখ ১১ হাজার টাকা। গ্রেপ্তার ইয়াছিনের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।