উত্তরায় কথা–কাটাকাটির জেরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
রাজধানীর উত্তরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম মো. লিমন আহামেদ (১৮)। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
উত্তরার আই. ই. এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমন এইসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
নিহত লিমনের বন্ধু দ্বীপ হাওলাদার জানান, উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা ১৪ নম্বর সেক্টরে জহুরা মার্কেটের সামনে লিমন ও তাঁর আরও এক বন্ধু আদনানসহ একটি চায়ের দোকানে চা পান করছিলেন তাঁরা। সে সময় সেখানে কয়েকজন ‘বখাটে’ তরুণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বখাটে যুবকদের একজন লিমন ও আদনানকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন।
গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদে হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত লিমনের মা লাকি বেগম বলেন, ‘ছেলে আমার কাছে নুডলস খেতে চেয়েছিল। আমি নুডলস রান্না করার আগেই সে বাসা থেকে বের হয়ে যায়। পরে সংবাদ পেলাম সন্ত্রাসীরা আমার ছেলেকে কুপিয়ে আহত করেছে। এই খবর শুনে হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পাই।’
জামালপুর সদর উপজেলার গৈনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে লিমন। উত্তরা ৫ নম্বর সেক্টরে ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুই ভাই–বোনের মধ্যে লিমন ছিলেন বড়।