সোনার প্রলেপ দেওয়া গেঞ্জিসহ ভারতীয় আটক

হাতকড়া
প্রতীকী ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক নাগরিকের কাছ থেকে সোনার প্রলেপ দেওয়া একটি গেঞ্জি উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তারা।

গতকাল সোমবার সকালে শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বিজি-১৫২ ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করে সোনার গেঞ্জি জব্দ করা হয়।

ভারতীয় ওই যাত্রীর নাম তুষার নাগিন দাস। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এক যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সোনার ব্রেসলেট, হার, আংটি ও সোনার প্রলেপযুক্ত গেঞ্জি জব্দ করা হয়। সোনার প্রলেপযুক্ত গেঞ্জি পুড়িয়ে সোনারপিণ্ড তৈরি করা হয়, যার ওজন ৩০০ গ্রাম।

কর্মকর্তারা জানান, সব মিলিয়ে ৭৩৯ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। এসব সোনার বাজারমূল্য আনুমানিক ৫৯ লাখ টাকা।