ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড সচিব ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগোফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক ওয়ার্ড সচিবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম। দুদকের ভাষ্য, গতকাল বুধবার দুপুরে তাঁকে ঘুষের ১০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তির নাম কুতুবউদ্দিন সোহেল। তিনি ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ডের সচিব।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য সিটি করপোরেশনে ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারটির ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম দুদকে একটি অভিযোগ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, টাকা না দিলে কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। পরে কুতুবউদ্দিনকে আইনের আওতায় আনতেই সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন। পরে তাঁকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।