৯৯৯–এ কল: স্বামীকে ফাঁসাতে ইয়াবা কিনে এনে গ্রেপ্তার

ইয়াবাফাইল ছবি

রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে রুমা আক্তার নামের এক নারীকে ১৪টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, পারিবারিক কলহের জের ধরে স্বামীকে ফাঁসাতে রুমা এসব ইয়াবা বড়ি বাসায় নিয়ে এসেছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, রুমা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান বাসায় শোবার ঘরে ইয়াবা বড়ি পাওয়া গেছে। পুলিশ এর ভিত্তিতে বাসায় গেলে রুমার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুমা স্বামীকে ফাঁসাতে ইয়াবাগুলো কিনে এনেছেন বলে জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রির অভিযোগে জাকির (৩৩) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন রুমা স্বামীকে ফাঁসানোর চেষ্টা করেছেন, সে বিষয়ে ওসি বলেন, ১২ বছর আগে প্রবাসী কাওছার আহম্মেদের সঙ্গে রুমার বিয়ে হয়। কিন্তু তাঁদের মধ্যে নানা বিষয়ে ঝগড়া লেগে থাকে। এমনকি একে অপরের বিরুদ্ধে বিবাহবহিভূর্ত সম্পর্কের অভিযোগও তোলেন। একপর্যায়ে কাওছার বিদেশ থেকে চলে আসেন। দেশে ফিরলে তাঁদের মধ্যে বিবাদ আরও বাড়তে থাকে। এর জের ধরে রুমা এমনটা করেন বলে জানিয়েছেন।

রুমা ইয়াবা কেনার টাকা বোনের কথা বলে স্বামীর কাছ থেকেই নেন বলে পুলিশকে জানিয়েছেন। রুমা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা গ্রামের মেয়ে।