হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গত রোববার আগারগাঁও থেকে এগুলো উদ্ধার হয়। ১২ ডিসেম্বর পুরানা পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ শরিফ হাদি আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা ৮ বার হাতবদল হয়েছে।