রাজধানীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই ভাইয়ের ওপর হামলার অভিযোগ

প্রতীকী ছবি
প্রথম আলো

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় দুই ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রোববার সন্ধ্যার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হামলা করেছে বলে অভিযোগ।

আহত ব্যক্তিরা হলেন, একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাব্বির আহমেদ এবং তাঁর ছোট ভাই শান্ত। আহত অবস্থায় তাঁদের উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাব্বির আহমেদ বলেন, ‘সন্ধ্যার দিকে ছোট ভাইকে নিয়ে হাটতে বেরিয়েছিলাম। স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা রাস্তায় অল্প বয়সী কয়েকজন মেয়েকে ইভটিজিং করছিল। আমরা দুজন বিষয়টি নিয়ে প্রতিবাদ করি। পরে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমাদের ওপর হামলা করে।’ তিনি বলেন, হামলায় তাঁর ছোট ভাইয়ের মাথা ফেটে গেছে। আর তাঁর মাথায় আঘাত লেগেছে।

এ বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘হামলার বিষয়টি আমার জানা নেই। কেউ থানায় অভিযোগও করেননি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’