যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাসহ আরও ৮ জন গ্রেপ্তার: র‌্যাব

হাতকড়া
প্রতীকী ছবি

বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাসহ আরও আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ঢাকা ও চট্টগ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজধানীর মুগদা থানার যুবদল নেতা মো. বাবুল মিয়া, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন ও চট্টগ্রামের রাউজান পৌর শাখা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান (শাকিল)।

র‌্যাব জানিয়েছে, আজ রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বাবুল মিয়াসহ দুজনকে গ্রেপ্তার করে তারা। এ ছাড়া বাড়িটি থেকে বিস্ফোরক ও মাদকদ্রব্য জব্দ করা হয়। নাশকতায় জড়িত অভিযোগে আজ চট্টগ্রাম থেকে শাহজাহানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে তারা।

এর আগে গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেন র‌্যাবের সদস্যরা। একই রাতে মোহাম্মদপুর এলাকা থেকে মো. উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদাবর থানার মনসুরাবাদ এলাকা থেকে শফিকুল ইসলাম ওরফে সবুজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িত অভিযোগে আজ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে তারা। গত ২৮ অক্টোবর থেকে হামলা, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত অভিযোগে ৬৫৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।